ভাই আমার উদ্দেশ্য কারো ভুল ধরা নয়। আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। আপনি ঠিক বলেছেন ১৮ নম্বর রুলসে বলা হয়েছে একাধিক একাউন্ট ব্যাবহার করা যাবে। যদি তাই হয় তাহলে আমি আপনার কাছে জানতে চাই, কিছু দিন পর পর মাল্টিপল ধরে একাউন্ট ব্যান করে দেওয়া হয় কেনো? যেহেতু একাধিক একাউন্ট এর অনুমোদন রয়েছে তারপরেও ওয়ালেট কানেকশন ধরে একাউন্ট ব্যান করা হয় কেনো? এ বিষয়ে আপনি একটু ক্লিয়ার বললে উপকার হতো।
একের অধিক একাউন্ট ব্যবহারে কোন ব্যান করা হয় না। ব্যান করার কারনগুলো আগে জেনে নিন। তাহলে বুঝতে পারবেন। আর একের অধিক একাউন্ট দিয়ে একটা বাউন্টিতে জয়েন করার ব্যাপারে ফোরামে কোন নিয়ম নেই। তবে এইটা এথিকস এর প্র্যাকটিস। একটা বাউন্টিতে দুইটা একাউন্ট দিয়ে কেন জয়েন হবেন। সেই পয়েন্ট অব ভিউ থেকে অনেকেই যারা এইরকম করে তাদের নেগেটিভ ট্যাগ দেয়। ফোরাম এই ব্যাপারে কোন নিয়ম করে নি।