ভাই
একের অধিক একাউন্ট ব্যবহারে কোন ব্যান করা হয় না। ব্যান করার কারনগুলো আগে জেনে নিন। তাহলে বুঝতে পারবেন। আর একের অধিক একাউন্ট দিয়ে একটা বাউন্টিতে জয়েন করার ব্যাপারে ফোরামে কোন নিয়ম নেই। তবে এইটা এথিকস এর প্র্যাকটিস। একটা বাউন্টিতে দুইটা একাউন্ট দিয়ে কেন জয়েন হবেন। সেই পয়েন্ট অব ভিউ থেকে অনেকেই যারা এইরকম করে তাদের নেগেটিভ ট্যাগ দেয়। ফোরাম এই ব্যাপারে কোন নিয়ম করে নি।
বাউন্টি ম্যানেজার রা যদি একটু গুরুত্ব সহকারে তাদের হান্টার এর কাজ গুলো খেয়াল করত, তাহলে অধিকাংশ একাউন্ট ই রেড ট্রাস্ট পেয়ে যেত। এরকম ও আমি দেখেছি বাউন্টি রুলস এর বাইরে উলটা পালটা কাজ করে তারপরও তাদের রিওয়ার্ড দিয়ে দেয়া হয়৷ যার ফলে কিছু কিছু লোক আছে মাল্টিপল একাউন্ট ব্যাবহার করে জয়েন করে উলটো পালটা কাজ করে।
তাদের লক্ষ্য শুধু মাত্র রিওয়ার্ড পাওয়া। এখানে কোয়ালিটি না কোয়ান্টি টাই দেখা যায়।
সত্যি বলতে আমাদের এখানে কিছু ছেলে পেলে আছে ভাত মাছের মত করে বাউন্টি করে🙂।
এমন ও কিছু আছে যারা শুধু বাউন্টি কি জানে, ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারনা নাই তাদের।