Post
Topic
Board Other languages/locations
Re: একাদিক অ্যাকাউন্ট ব্যাবহার গ্রহন যোগ্য
by
Little Mouse
on 30/11/2021, 05:24:47 UTC
বাউন্টি ম্যানেজার রা যদি একটু গুরুত্ব সহকারে তাদের হান্টার এর কাজ গুলো খেয়াল করত, তাহলে অধিকাংশ একাউন্ট ই রেড ট্রাস্ট পেয়ে যেত।
যদিও আমি মনে করি বাউন্টি ম্যানেজার এর উচিত অল্ট একাউন্ট আছে কিনা তা যাচাই করা, তবে এইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর ওইরকম সময় ব্যয় করার মত পেমেন্ট ক্যাম্পেইন ম্যানেজার পায় কি না আমি সন্দিহান। বর্তমানে কিছু ক্যাম্পেইন ম্যানেজার সম্ভবত পেইড কাজ করাচ্ছে অল্ট একাউন্ট বের করার জন্য যার কারনে রেপুটেশন এ নির্দিষ্ট কিছু বাউন্টিকে টার্গেট করে টপিক ক্রিয়েট করতে দেখা যাচ্ছে।
Quote
সত্যি বলতে আমাদের এখানে কিছু ছেলে পেলে আছে ভাত মাছের মত করে বাউন্টি করে🙂।
এমন ও কিছু আছে যারা শুধু বাউন্টি কি জানে, ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারনা নাই তাদের।
এইটা সত্যি। তবে এইটাও সত্যি যে বাউন্টি থেকে ইনকাম অনেকেই করতেছে এবং ক্ষেত্র বিশেষে সেটা খুবই ভালো পেমেন্ট। ওইজন্যে অনেকেই শুধু এইরকম কাজগুলো করছে।