ফোরামের বাংলাদেশ থ্রেড এ কন্ট্রিবিউশন করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি আগে ফোরামে একটিভ ছিলাম না। যতটুকু ছিলাম, বাংলাদেশ থ্রেড এ ছিলাম না। এতোদিন এসব নিয়ে কোনো মাথা ঘামাইনি। তো ইদানিং দেখছি যে, আমরা এখনো বাংলাদেশীরা একটা থ্রেড এর মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছি। আমাদের কোনো লোকাল বোর্ড নেই। ইন্ডিয়ানদের লোকাল বোর্ড রয়েছে। বেশ কিছু দেশের লোকাল বোর্ড নেই। তার কারন একটাই। আমাদের এই থ্রেড এ হাই র্যাংক মেম্বারগন একটিভ না। থ্রেড ক্রিয়েটর এটাকে সেল্ফ মোডারেটেড হিসেবে ক্রিয়েট করেছেন এবং তিনি নিজেও একটিভ না। ফলে এখানে লো কোয়ালিটি পোষ্ট (One Line Post) হলেও দেখার কেও থাকছে না। হাতে গোনা ২-৩ জন ভাই একটিভ আছেন যাদের মধ্যে Little_Mouse & Review Master ভাই এই থ্রেড এ সবচেয়ে বেশী একটিভ। লোকাল বোর্ড পাওয়ার এপ্লিকেশনটি কত দিন যাবৎ পড়ে আছে কিন্তু এপ্রুভ হচ্ছেনা কারন একটাই, এখানে সবাই কন্ট্রিবিউশন করে না।
Local Board request for Bangladeshযেহেতু আমাদের কোনো ডেডিকেটেড বোর্ড নেই, তাই আমরা এখানে কোনো মেরিট সোর্স পাচ্ছিনা। মেরিট সোর্স এর এপ্লিকেশন পড়ে আছে
Application to be a Merit source for Bangladesh Thread বাংলাদেশ থ্রেড এর মেরিট এর দশা দেখলে এখানে কে আসবে বলেন?
অক্টোবর মাসের মেরিট:
পুরো অক্টোবর মাস জুড়ে আমাদের থ্রেড এ মাত্র ২ টি মেরিট শেয়ার হয়েছে। মানে সার্কুলেশন হয়েছে। সেটাও Little_Mouse & Review Master ভাই এর। আমাদের এখানের পোষ্ট কোয়ালিটি কি এতোই খারাপ?
আর মেরিট পার পোষ্ট রেশিও দেখেন
০.০২ মেরিট পার পোষ্ট। মানে প্রতি ৫০ টা পোষ্ট এ একটা মেরিট আসছে। যেটা অনেক বেশীই খারাপ অবস্থা।
অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ
ধন্যবাদ সবাইকে।
Thanks to @Rikafip For the Charts.
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই গুরত্বপূর্ণ তথ্য গুলি তুলে ধরার জন্য
এই খানে কেও বেশি আ্যকটিব নাই জানিনা কেন আমাদের বড় ভাইয়েরা আমাদের কথা দেখে না শুনে না তারা আ্যকটিব থাকলে হয় তো আমরা আরো বেশি উৎসাহ পেতাম আমি এখন প্রায় আ্যকটিব থাকার চেষ্টা করি সবার এসএমএস রিপ্লাই করার আসলে আমি বেশি কিছু জানি না নতুন আমিও তাই, বড় ভাইদের কাছে ভালো কিছু শেখার জন্য আশায় থাকি।
ভাই আপনারা থাকলে আমাদের ভালো লাগে। মেরিট মানেই একটা মেধা আর মেধা অর্জন করতে আমাদের অনেক সময় আর আ্যকটিব থাকতে হবে। ভালো ভালো উপকারি কথা বলতে হবে জাতে সবার উপকার হয়।
আশা করি সবাই সবার পাশে থাকাব ইনশাআল্লাহ,
আপনাকে অনেক অনেক ধন্যবার ভাই আমার কথা গুলোর উপর নজর দেওয়ার জন্য, এত সুন্দর পোস্ট করার জন্য আপনকে অসংখ্য ধন্যবাদ ভাই,,,,।
,,,,,,,দোয়া করবেন ভাই,,,,