Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Abir13
on 01/12/2021, 11:31:50 UTC
ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
বিশেষ গুরুত্বপূর্ণ  কথা গুলো আমাকে বলার জন্য, আমাকে একটু সেই ফ্রম সম্পরকে ধারণা দিবেন প্লিজ,,

আপনাকেও সাধুবাদ জানাই লোকাল বোর্ডে সক্রিয় থাকার জন্য। লোকাল বোর্ডের শুরুতেই অনেক ভালো ভালো পোষ্টের লিংক দেয়া আছে, সবচেয়ে ভালো হবে যদি আপনি ওই পোষ্টগুলো মনযোগসহ পড়েন । দরকার হলে ২-৪ বার পড়ে দেখুন এবং এরপর পর্যবেক্ষণ করুন, সর্বোচ্চ পদের কোনো মেম্বারের পোষ্ট কেমন এবং কিভাবে মতামত প্রকাশ করে। এভাবে নিজের আত্নবিশ্বাস গড়ে তুলন এবং কিছু সময় পর আপনিও ভালো পোষ্টদাতা হয়ে উঠবেন। আর ফোরাম সম্পর্কেও জানতে পারবেন।


বাংলাদেশ থ্রেড এর মেরিট এর দশা দেখলে এখানে কে আসবে বলেন?

এটি সত্য যে, লোকালে বোর্ডে মেরিট এর দশা খারাপ, কিন্তু সেইজন্য থেমে থাকলে চলবে নাহ। আমার কথায় যদি বলি, প্রথম দিকে আমিও পোষ্ট করতাম নাহ, কারণ মেরিট পাবো কিনা কিংবা কেউ পোষ্টের রিপ্লাই দিবে কিনা। এইসব ভেবে আর পোষ্ট করা হতো নাহ, এরপর নিজে সিদ্ধান্ত নিলাম যে মেরিটের পেছনে ছুটবো নাহ। তাই নিজের মতো করে পোষ্ট লেখা শুরু করলাম এবং একটা সময় আসলো এই লোকাল বোর্ডে পোষ্ট করে প্রথমে Member পদ পেলাম এবং সর্বশেষে Full Member পদে উন্নিত হইলাম। এইজন্যই আমি বলি যে, ইনকাম/মেরিটের কথা চিন্তা নাহ করে মানসম্মত পোষ্ট করতে হবে। তাহলে লোকাল বোর্ডও আরো সচল হবে এবং আসতে আসতে সকল উচ্চপদের ব্যবহারকারীরা লোকাল বোর্ডে আসবে।  Smiley


বর্তমান সময়ে আমাদের লোকাল সেকশনটি আরো সচল হয়েছে। আশা করি, সকল উচ্চপদের ব্যবহারকারী এমনভাবেই সক্রিয় থাকবেন এবং নিত্যনতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে। Metaverse নিয়ে আলোচনা করা যেতে পারে। এখানে কেউ কি Metaverse ভিত্তিক প্রজেক্টে বিনিয়োগ কিংবা টোকেন ক্রয় করেছেন কি? আর যদি বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনার পছন্দের প্রজেক্টের নাম কি এবং কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে।  Cheesy

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ  এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য,
আমি নতুন আপনাদের কাছেই শিখব আমাকে বলুন মেতাভেরসে প্রজেক্ট কেমন এটা কিসের ভিত্তি এর আওতায় কোন কোন টোকেন রয়েছে  সেগুলো কত টুক প্রফিট দিবে ভবিষ্যৎ এ এই খানে বিনিয়োগ কিভাবে করতে পারি,,?
ধন্যবাদ ভাই