এইটার কারন বললে চাকরি থাকবে না

অক্টোবর মাসের কন্ট্রিবিউটরগনঃ
তবুও ফোরামের কিছু মহৎ ব্যক্তিবর্গ বলবে আমি লোকালে এক্টিভ না। নাম বললে চাকরি থাকবে না

সে যাই হোক, এইটা আসলে অতি দুঃখের বিষয় যে আমাদের লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলাপ আলোচনা হয়না বললেই চলে। সবাই শুধু ইনকাম আর ইনকাম এর পিছনে দৌড়াচ্ছে এবং সেগুলো নিয়েই কথাবার্তা বলছে। আর যে ব্যাপারগুলো নিয়ে সবাই আলোচনা করে না সেটা নিয়ে একজন যতই চেষ্টা করুক লাভের বেলায় শুন্য। কিছুই হবে না।