ভাই, এই লোক সাতোসি নাকামতো হয় কিভাবে? আর কারা তাকে এই স্বীকৃতি দিবে? যারা দিবে, তারা কিভাবে ভ্যরিফাই করবে? অরিজিনাল সাতোশি কে সেটা তো কেউ জানে না। সবই আন্দাজ।
এই লোক অনেক আগে থেকে নিজেকে সাতশি দাবী করে আসছে। কিন্তু ভেরিফাই এর জন্য যা যা করা দরকার কিছুই করতে পারে নি। সাতশি নিজেও এখন তাকে সাতশি প্রমান করতে পারবে না যদি না তার কাছে শুরুর দিকের এড্রেস গুলোর এক্সেস থাকে। শুধুমাত্র আমরা যে এড্রেসগুলো সাতশি নাকামতোর হিসেবে জানি সেই এড্রেসগুলো থেকে মেসেজ সাইন করলেই আসল সাতশিকে পাওয়া যাবে। প্রমান করার অন্য কোন পথ নেই।