Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 08/12/2021, 05:20:08 UTC
বাংলাদেশে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো কারেন্সি উতসাহিদের সাথে নেটওয়ার্ক করতে ইচ্ছুক।

আপনি বিটকয়েনের সাথে কীভাবে পরিচিত হন?
আপনি কি সম্প্রতি বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ করেছেন?
বিটকয়েন আয় করার জন্য আপনি কোন উপায় এবং পদ্ধতি ব্যবহার করছেন?

ভাই, আপনি ফোরামে এখনো পরিচিত মুখ হয়ে উঠেন নি। আপনি চাইলেই এই ব্যাপারে কেউ আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলবে না। যেহেতু বিটকয়েন বাংলাদেশে অবৈধ, সবাই সবার সেফটি বজায় রাখবে। সুতরাং, আপনি চাইলেই একটা নেটওয়ার্ক তৈরী করতে পারবেন না। এই ফোরমটাই একটা নেটওয়ার্ক। এখানেই সব কথা বলতে পারবেন।

ভাই আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, আসলে কাজ করতে হইলে সুবিধা অসুবিধা হবেই, সেই সব সুবিধা অসুবিধা কাটিয়েই  কাজ করে যেতে হবে। সবার জন্য শুভকামনা রইল।


আপনি ধন্যবাদ কাকে দিলেন কিছুই বুঝলাম না। কোনো প্রশ্ন বা উত্তর দেয়ার সময় সেই পোষ্ট টি কোট করে দিবেন।

[Edited Out]
আমি ফোরামে খুব বেশী দিন হয়নি এসেছি। আপনার দেখা পাওয়া যাচ্ছিলো না। আপনি ফোরামে ফিরেছেন দেখে ভালো লাগলো।

ক্রেইগ রাইট সম্প্রতি একটি মামলা জিতেছেন যেখানে হারলে তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার সমমুল্যের বিটকয়েন দেয়া লাগত। কিন্তু কিছু মানুষ এইটাকে ভিন্ন ভাবে ছড়াচ্ছেন। তারা বলছেন ক্রেইগ রাইট সাতশি নাকামতো হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এইটা সম্পুর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। ক্রেইগ রাইট একটা ফ্রড।
ভাই, এই লোক সাতোসি নাকামতো হয় কিভাবে? আর কারা তাকে এই স্বীকৃতি দিবে? যারা দিবে, তারা কিভাবে ভ্যরিফাই করবে? অরিজিনাল সাতোশি কে সেটা তো কেউ জানে না। সবই আন্দাজ।