আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?
বাউন্টি অনেক সময় সাপেক্ষ তবে আপনি যদি অনেক বাউন্টি করেন সেটা কিছু স্প্রেডশিটে ডিটেইলস এড করে রাখেন, তাহলে মোটামুটি অটোমেশন আনা যায়। এতে আপনি একসাথে অনেক বাউন্টি করতে পারবেন যে। তবে আমার মনে হয় না বাউন্টি থেকে খুব ভালো কিছু পাবেন। আগে নাকি খুব ভালো ছিল বাউন্টি।
আর যাই হোক এইটা কখনো পেশা হতে পারে না। এইটা যে কোন সময় বন্ধ হতে পারে। এইটা নির্দিষ্ট আয়ের উৎস হতে পারে না। পার্শিয়াল একটা ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন।