Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HridoyHk_15
on 09/12/2021, 04:23:10 UTC
⭐ Merited by Mahiyammahi (1)

ধন্যবাদ। হ্যাঁ দেখলাম অনেক ক্যাম্পেইন আছে যেগুলোতে ইউটিউব ব্লগ রাইটিং আছে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম বাউন্টি করে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি, এক্ষেত্রে এত কষ্ট করে ইউটিউব ভিডিও এবং ব্লগ রাইটিং করে যদি পেমেন্ট না পাই তাহলে অনেক সময় নষ্ট হবে। ধন্যবাদ আপনার কথাগুলো মাথায় রাখবো  Wink

আপনি সব বাউন্টি জয়েন করলে তো হবে না। আপনাকে ক্যাম্পেইন ম্যানেজার দেখতে হবে, তাদের সাকসেস রেট দেখতে হবে। যে বাউন্টি জয়েন করবেন সেটা কেমন প্রজেক্ট দেখতে হবে। এইসব গুলো বিষয় ঠিক রেখে বাউন্টি করলে পেমেন্ট পাবেন। অনেকেই বলে বাউন্টিতে কোন কিছুই নেই। কিন্তু প্রকৃতপক্ষে বাউন্টি দিয়ে মিলিয়নিয়ার হয়েছে এমন নজির ও আছে। মিলিয়নিয়ার মানে ১০ লক্ষ এটা সবাই জানি তবে যেটা জানি না সেটা হল এক ব্যক্তি ১ মিলিয়ন ডলারের বেশিও আয় করেছে।
বাউন্টির ম্যানেজমেন্ট এবং তাদের আগের প্রুভ দেখে দেখে বাউনন্টি করবেন তবেই আপনি পেমেন্ট পাবেন। এতে আপনি উপকৃত হবেন। অযথা সব বাউন্টি করে লাভ নাই। আর ভালো প্রজেক্ট ভালো হলে বাউন্টি থেকে যে টোকেন টা পাবেন সেটা মার্কেট প্লেসে যদি হিট করে তাহলে তো কপাল ভালো । লেগে থাকতে হবে শুধু । আমি এক বাউন্টি থেকে ৩$ এর টোকেন পাইছিলাম অবহেলা করে ফেলে রাখছিলাম এক মাস পর বিএসসি ওয়ালেট চেক করতে গেলাম দেখি অবহেলিত টোকেন এর দাম ১৬৯০$ হয়ে গেছে । তাহলে দেখেন । ক্রিপ্ট হলো এমন । তাই যারা দৈর্য্য ধরতে পারে তারা ভালো কিছুই পায়।।