Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 08/12/2021, 18:53:33 UTC
আর আপনারা বাউন্টি কে কিভাবে নেন মানে সময় অপচয় নাকি এ কেউ পেশা হিসেবে নেওয়া যাবে ?
বাউন্টি অনেক সময় সাপেক্ষ তবে আপনি যদি অনেক বাউন্টি করেন সেটা কিছু স্প্রেডশিটে ডিটেইলস এড করে রাখেন, তাহলে মোটামুটি অটোমেশন আনা যায়। এতে আপনি একসাথে অনেক বাউন্টি করতে পারবেন যে। তবে আমার মনে হয় না বাউন্টি থেকে খুব ভালো কিছু পাবেন। আগে নাকি খুব ভালো ছিল বাউন্টি।
আর যাই হোক এইটা কখনো পেশা হতে পারে না। এইটা যে কোন সময় বন্ধ হতে পারে। এইটা নির্দিষ্ট আয়ের উৎস হতে পারে না। পার্শিয়াল একটা ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন।
ধন্যবাদ । হ্যাঁ এটা আমি চিন্তা করেছি যে পেশা হিসেবে নেওয়া যাবে না বিষয়টা অনেক আজ আছে কাল নেই এরকম, দেখতেছি এখানে অনেক সময় লাগে কিন্তু পারিশ্রমিক কম।


সকল কাজেই সময় লাগে এবং কমবেশি সময়সাপেক্ষ। তাই কঠোর পরিশ্রমি না হয়ে, কৌশলী হয়ে উঠেন। Wink আর আপনি বাউন্টির কাজগুলোকে ৪র্থ বিষয়ের মতো নিতে পারেন। চাইলে আপনি ব্লগ রাইটিং ও ভিডিও ক্যাম্পেইনগুলো করতে পারেন। যেগুলো তেমন সময় লাগবে নাহ, শুধুমাত্র কপিরাইনিং এ দক্ষতা লাগবে। আর যেহেতও ওয়েব ডিজাইনের কাজ শিখতেছেন, সেটা চালিয়ে যান। আশা করি, ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন।  Smiley

ধন্যবাদ। হ্যাঁ দেখলাম অনেক ক্যাম্পেইন আছে যেগুলোতে ইউটিউব ব্লগ রাইটিং আছে কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম বাউন্টি করে পেমেন্ট পেতেও পারি নাও পেতে পারি, এক্ষেত্রে এত কষ্ট করে ইউটিউব ভিডিও এবং ব্লগ রাইটিং করে যদি পেমেন্ট না পাই তাহলে অনেক সময় নষ্ট হবে। ধন্যবাদ আপনার কথাগুলো মাথায় রাখবো  Wink