এভাবে ৩ টা প্রোজেক্ট দেখতে যে সময় লাগবে ঐ সময় এ কম পক্ষে ১০ টা প্রোজেক্ট এ কাজ করা যায়। তাই যারা এরকম প্রোজেক্ট এ কাজ করে তারা সাধারন্ত এত কিছু দেখে নাহ। যা আছে কপালে বলে চালিয়ে দেয়।
অনেকেই দেখে না তবে দেখা উচিত। না হলে বাউন্টি থেকে পেমেন্ট পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার জীবনে আমি একটা বাউন্টি তে ২ সপ্তাহ কাজ করেছিলাম মনে হয়। ওইটা থেকে আমি ৫৯২ ডলার ক্যাশ করেছি। একটা করেছি ওইটাই সফল কারণ আমি চিন্তাভাবনা করেই জয়েন করেছি। অনেকেই আছে যারা ১৫-২০টা বাউন্টি অলরেডি শেষ করে ফেলেছে কিন্তু বলার মত কোন পেমেন্ট পায়নাই। বাউন্টি দেখে শুনে করলে অনেক আয় করা যায় তবে এইগুলা আসলে অনেকটা বিরক্তিকর কাজ।