আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে ৫৯২ ডলার পেয়েছেন সেটাকে শুধু সোশ্যাল মিডিয়া না সিগনেচার ক্যাম্পেইনেও ?
মানে শুধু ফেসবুক ,টুইটার ,রেড্ডিট, টেলিগ্রাম এগুলো থেকে আদৌ এত টাকা ক্যাশ করা সম্ভব! ?
আমি দুই সপ্তাহ সিগ্নেচার ক্যাম্পেইন করেছিলাম। তবে সোশ্যাল মিডিয়া কাজ করেও সম্ভব ভালো ইনকাম করা। সে যাই হোক, আমার মতে বাউন্টি থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে জ্ঞান অর্জনের দিকেই নজর দেয়া উচিত। তাহলে আরো ভালো কিছু করতে পারবেন।
বিটকয়েন কি বাংলাদেশে বৈধ হতে চলেছে?
মনে হয়না খুব শীঘ্রই কিছু হবে।