বিটকয়েন কি বাংলাদেশে বৈধ হতে চলেছে?
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার বলেছেন- ডিজিটাল কারেন্সি বাংলাদেশ লঞ্চ করবে এবং ক্রিপ্টোকারেন্সি বৈধতা নিয়ে তারা কাজ করতে চায়, গবেষণা করতে চায়। পিছিয়ে থাকতে চান না বৈশ্বিক প্রেক্ষাপটে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে সকলের পক্ষ থেকে সাধুবাদ জানাই।
বিস্তারিত সময় টিভিটর প্রতিবেদনে-
https://youtu.be/oZogIfJBz7Mআপনার এই সাধুবাদ জানানো পর্যন্তই শেষ। জুনায়েদ আহমেদ পলক সাহেব এটা নিয়ে ভেবেছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু ওনার একার কথায় কিছুই হবে না। বাংলাদেশ ব্যাংকে কতগুলো গর্ধভ বসে আছে। বাংলাদেশ ব্যাংকে যতক্ষন পরিবর্তন না আসে, কোনো কাজ হবে না। বাংলাদেশে বিটকয়েন বৈধ কবে হবে সেটা কেউ বলতে পারবে না। আমরা বেচে থাকতে হয় কিনা, সেটা সন্দেহ আছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা ব্লকচেইন টেকনোলজি নিয়ে কাজ করছি। কই? কোনো খবর পেয়েছেন?
সঠিক ধরেছেন ভাই। ২০১৩ সাল থেকে তারা পেপাল পেপাল বলে চিল্লাচ্ছে। শেষে দিলো জুম। ডিজিটার কারেন্সি হিসেবে বুঝিয়েছে
উপায়, িএটা ব্লকচেইন টেকনোলজি দিয়ে বিল্ড করা।