তাই মার্কেট ডাম্পিং করলে অবশ্যই কখনও না কখনও পাম্প করবে।
হ্যা, শুধু এই আশায় প্রহর গুনছি দীর্ঘদিন ধরে। কিছু করার নেই। হা-হুতাশ যারা করে তারা আসল গেইনটা পায় না। ধৈর্য যারা ধরে রাখতে পারবে প্যানিক না হয়ে তারাই মূলত লং রানে ভালো রিটার্ন নিয়ে ফিরতে পারবে। তাই অপেক্ষা করছি সেই মধুর মূহূর্ত উপভোগ করার জন্য।