Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 23/12/2021, 08:26:02 UTC
সত্যি বলতে ভাই আমি অনেক চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু নতুনদের কিছু আকাম কুকাম মন মানুষিকতা নষ্ট করে দিয়েছে। আপনারা সবাই জানেন LoyceV ফোরামের অনেক সম্মানিত একজন। আমি তার থ্রেড এ কিছু আনমেরিটেড গুড পোষ্ট মেরিট এর জন্য সাজেশন করেছিলাম। সেটা তো হলোই না, উল্টো প্লাগারিষ্ট ধরা পড়লো। আমি তো ভাই তার চোখে নেগেটিভ হয়ে গেলাম।
ভাই এইখানে নেগেটিভ হওয়ার কিছু নেই। লয়চে কিংবা আরো অনেক মেম্বার এমন পোস্টে মেরিট দিয়েছে যেটা পরে কপি পোস্টের প্রমাণ পাওয়া গিয়েছে। এইটা কোন ব্যাপার না। আপনি না জানতেই পারেন। ওইখানে পোস্ট রিপোর্ট করার সময় একটু দেখে নিবেন। এইটুকুই।

Quote
কার্ড তো আরো ১০০ বছর পরের জিনিস। বাংলাদেশে আমরা অদূর ভবিষ্যতে বৈধতা আশা করতে পারি না। ২০৩০ এর পর কিছু হলেও হতে পারে। আবার নাও হতে পারে।
বাংলাদেশের একজন ক্রিপ্টেরিয়াম কার্ড অর্ডার করেছেন এবং হাতেও পেয়েছেন। যদিও ক্রিপ্টেরিয়ামের সাপোর্ট লিস্টের দেশগুলোতে বাংলাদেশের নাম নেই। তবে এই কার্ড আমি যতদুর শুনেছি যে কোন ভিজা কার্ড সাপোর্টেড বুথে সাপোর্ট করবে। মানে আপনি বাংলাদেশের অনেক বুথ থেকে টাকা তুলতে পারবেন। যদিও আমি এখনো উনাকে আর জিজ্ঞেস করি নাই উনার কার্ড দয়ে উনি লেনদেন করছেন কিনা।