Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
HeartHk_15
on 24/12/2021, 09:24:23 UTC
⭐ Merited by Blank-Head (1)

ওয়েব ২ = সেন্ট্রালাইজড
ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড

হ্যা এটা ঠিক। তবে ওয়েব৩ বলতে মূলত পরবর্তি প্রজন্ম কে বোঝানো হয়েছে।যেমনটি হলো আপরা ফোনের যে ২জি থেকে ৩/৪ জিতে আপগ্রেড হয়েছি তেমন।ওয়েব ২ থেকে ওয়েব ৩ তে রুপান্তর। ওয়েব ৩টা সম্পূর্ন মেটাভার্স সিস্টেম।
হ্যাঁ যেটা প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে নেটওয়ার্ক সিস্টেম গুলো যেমন 2G থেকে 3G, 3G থেকে 4G, বর্তমানে বাংলাদেশেও 4G থেকে 5G নেটওয়ার্ক সিস্টেম চালু হয়ে যাচ্ছে। এভাবেই প্রযুক্তির নতুন নতুন ভাবে আমাদের নতুন নতুন সিস্টেমে পরিচিত করিয়ে দিয়ে আমাদের রীতিমত অবাক করে দিচ্ছে।
ওয়েব ২ = সেন্ট্রালাইজড এবং ওয়েব ৩ = ডিসেন্ট্রালাইজড একইভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মেটাভার্স সিস্টেমের মাধ্যমে। যেটা আমাদের জন্য খুবই উপকারী হবে।