Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
killshit
on 27/12/2021, 08:06:30 UTC
Kucoin খুব শীঘ্রই এটি লিস্ট করবে হয়তো, কেননা তারা টুইট করেছে।
তারা লিস্ট করেছে কিছুক্ষণ আগে- https://twitter.com/kucoincom/status/1474708077681135619?t=Ux8NJMp7akmuUDYhS0s2sg&s=19
যারা ক্রিপ্টোকারেন্সিতে মোটামুটি ভালোভাবে ইনভলভ তারা আসলেই ভালো ইনকাম করতে পারছে।

Okex এক্সচেঞ্জ লিস্টিং এর কিছুক্ষণ পরেই Kucoin এক্সচেঞ্জ লিস্টিং এর ঘোষণা দিয়েছে। আর যারা বেশি এনএফটি ক্রয়-বিক্রয় করেছে, তারা অনেক টোকেন পেয়েছে। শুধুমাত্র এটিই নয়, এইমাসে অনেক এয়ারড্রপ হয়েছে। যেমন ENS (Ethereum Name Server ) এর মতো Terra ব্লকচেইনের TNS (Terra  Name Server ) এর গভর্নেস টোকেন চালু হয়েছে এবং যারা নিজেদের TNS ক্রয় করেছিল, তারা এয়ারড্রপ পেয়েছে। মাত্র $১৬ খরচ করে, অনেকে $১০০০ এর মতো এয়ারড্রপ পেয়েছে।  Wink


আমি মনে করি টোকেনটি বিক্রি করে পরে আবার ক্রয় করা ভালো হবে। কারন মোট টোকেনের ৫০% এয়ারড্রপে দিবে।  এয়ারড্রপে ক্লিমের শেষ তারিখের পর ক্রয় করলে ভালো হবে।

সাধারণত যখন ভালো এক্সচেঞ্জগুলো লিস্টিং করে, তখন হোল্ড করা ভালো। কিন্তু কিছূসময় পর টোকেনের মূল্য কমতে শুরু করে, তখন আপনি DCA (Dollar Cost Average ) করতে পারেন।  Cheesy


Tar mane Ami sell na kora hold korbo r price koma gale nijer cash deya buy korbo 😃😃😃 .