সাধারণত যখন ভালো এক্সচেঞ্জগুলো লিস্টিং করে, তখন হোল্ড করা ভালো। কিন্তু কিছূসময় পর টোকেনের মূল্য কমতে শুরু করে, তখন আপনি DCA (Dollar Cost Average ) করতে পারেন।

Tar mane Ami sell na kora hold korbo r price koma gale nijer cash deya buy korbo 😃😃😃 Kotha ta Kemon Jani hoilo na.. ja Ami free token sell na kora oi jinsh dam koma gale buy korbo nijer cash deya... Ami age bolce Vai ja sell kora buy back korta because atar dam Komba bolce thik Ty hoisa .. bojta hoba bapar ta mot token er 50% airdrop deba.
আমি কি উল্টো বললাম নাকি? যখন ভালো এক্সচেঞ্জ লিস্ট করার সম্ভাবনা রয়েছে, তখন হোল্ড করেন, আর লিস্টিং এরপর পাম্পে বিক্রি করেন । এরপর বাড়বে নাহ কমবে, সেটি আপনি নিজে বিশ্লেষণ করে ট্রেড করেন কিংবা DCA করেন। সেটিই তো সংক্ষেপে বলছি একলাইনে। আর আপনি সেটি বুঝতে পারেন নাই, এর মানে এই নাহ যে আমি অন্য কিছু বলছি। আর সেটি যে নিজের পকেট থেকে করতে হবে এমন তো আমি বলি নাই কিংবা উল্লেখও করি নাই। কেননা এটি আপনার উপর এবং কেমন কৌশল অবলম্বন করে, সেটির উপর। কারণ আমি নিজেই বলছি যে, টোকেনের মূল্য কমলে DCA করবেন। আর যখন governance vote হয়, তখন এমন টাইপের যেকোনো প্রজেক্টের মূল্য আরো বৃদ্ধি পায়। তাই সকল সময় প্যারাবোলিকভাবে চলবে এমন কখনোই নাহ । বুঝতে হবে বিষয়টা

মার্কেট কখনোই শুধু উর্ধ্বগতিতে চলে নাহ, বরং পাম্প-ডাম্প থাকবে। কিন্তু লম্বা সময়ে ট্রেডিং চার্ট শুধু উর্ধ্বগতির দেখায়। বুঝতে হবে ব্যাপারটা।
FTX এক্সচেঞ্জ আজকে SOS টোকেনকে লিস্টিং এর ঘোষণা দিয়েছে: https://twitter.com/FTX_Official/status/1476553663166304257