Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 11/01/2022, 10:55:30 UTC
শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত। 
১ মিলিয়নে পৌছানো খুব বেশি কিছু নয়। এইটা শুধু বর্তমান অল টাইম হাই থেকে ~২০ গুনের চেয়েও কম। হতেই পারে। তবে প্ল্যান বি এর কথা যদি বলি, আপনি হয়ত জানেন যে তার S2F মডেল প্রথমবারের মত ফেইল হয়েছে। তার মতে ২০২১ এ বিটকয়েন ১ লক্ষ ডলার যাওয়ার কথা। যাই হোক, যারা লং টাইম প্ল্যান করছেন তারা অবশ্যই লাভবান হবেন এইটা নিশ্চিত।