কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো। আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।
শুধু স্পাম এর জন্য আইডি ব্যান্ড হয় না।আরো অনেক কারন থাকে যেমন-অন্যের কোন লেখা নিজের কপি করে দেয়া,যেসব কিছু ফোরামে নিষিদ্ধ তা পোষ্ট করা,শেষ হয়ে যাওয়া বাউন্টিতে পোষ্ট করা,ইত্যাদি।মোট কথা ফোরামের নিয়ম গুলোর বাহিরে কোন কিছু পোষ্ট করলে ব্যান্ট নির্চিত।
ব্যান্ট যদি পারমাম্যান্ট না হয় তাহলে নিদির্ষ্ট সময় অনূযায়ি ছেড়ে যাবে।আর যদি পারমাম্যান্ট হয় তাহলে কিছু করার নেই।আর ফেরত পাবার আসা নেই।তবে বড়ো কোন বিষয় ছাড়া আইডি ব্যান্ট হয় না।আপনি হয়ত এমন কিছু পোষ্ট করেছেন যা ফোরামের বাহিরে।
আপনি যদি মেম্বার ও হন তাহলেও একই নিয়ম থাকবে।নিয়ম এর অন্যথা কিছু হবে না।তাই নিউবি ও মেম্বার এটাতে ব্যান্ট এর সাথে কোন সম্পর্ক নেই।আসা করি বুঝতে পেরেছেন।