কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো।
আইডি শুধু তো ব্যান করে না ভাই। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যেটার কারনে আপনার আইডি ব্যান করেছে। মডারেটরদের খেয়ে দেয়ে কাজ নেই যে অযথা একজন এর আইডি ব্যান করে দিবে? আপনি আপনার ব্যান আইডি শেয়ার করলে বুঝতা পারতাম কেন ব্যান করা হয়েছে।
আই ডি ব্যাণ্ড হলে ফিরে পাবার কি কোন রাস্তা আছে ?
আছে। আপনি মেটা তে ব্যান আপিল করতে পারেন। মডারেটরদের যদি মনে হয় আপনাকে ভুলে ব্যান করা হয়েছে বা আপনি আর একটা চান্স ডিজার্ভ করেন তাহলে আপনার আইডি আন ব্যান করা হবে।
আরেক টা প্রশ্ন এমন কোন ওইয়ে কি আছে যাতে আই ডি ব্যান্ড না হয় ?
খুবই সহজ। ফোরামের নিয়ম মেনে চলা।
যদি প্রয়োজন হয় কপার মেম্বারশিপ কিনলাম কিন্তু আই ডি যেন ব্যান্ড না হয়।
কপার মেম্বারশিপ কিনতে গেলে এই লেখা পাবেন-
You can still be banned if you break the rules. You will not get any special treatment.
সোজা কথায় নিয়ম না মানলে ব্যান খাবেনই। সেটা যে মেম্বারশিপ হোক।
নোটসঃ আপনি এখনো ফোরামের নিয়ম মেনে চলছেন না। ফোরামে কেউ একবার ব্যান হলে সে মেটা ছাড়া অন্য কোথাও পোস্ট করতে পারেনা। মেটাতেও শুধু ব্যান আপিল থ্রেডে পোস্ট করতে পারবেন।