আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না।
আপনাকে কেন ব্যান করা হয়েছিল? কিছু জানেন কি? আপনি কি ব্যান আপিল করেছিলেন? আমার মনে হয় না একবারে কোন কারণ ছাড়া আপনাকে ব্যান দিবে কিংবা আপনার পোস্ট ডিলিট করে দিবে। আপনি যদি নিয়মানুসারে পোস্ট করেন তাহলে তো ডিলিট হওয়ার কথা না। তবে আবার অনেকেই একটানা একজনের পোস্ট রিপোর্ট দেয়। তখন মনে হয় ঝামেলা।