কোন কারন ছাড়া ই আই ডি ব্যান্ড হয় কেন ? আমি কোন স্পাম করলাম না কিন্তু আমাকে ব্লেইম করে আই ডি ব্যান্ড করে দেয়া হলো।
আইডি শুধু তো ব্যান করে না ভাই। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যেটার কারনে আপনার আইডি ব্যান করেছে। মডারেটরদের খেয়ে দেয়ে কাজ নেই যে অযথা একজন এর আইডি ব্যান করে দিবে? আপনি আপনার ব্যান আইডি শেয়ার করলে বুঝতা পারতাম কেন ব্যান করা হয়েছে।
তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে অনেক সময় মডারেটররা অনেক ভালো মানের পোস্ট ও ডিলিট করে দেয়। আমার অনেক পোস্ট জেগুলোতে মেরিট দিয়েছিলো অনেক হাই রাঙ্ক মেম্বার সেগুলো ও মডারেটর ডিলিট করে দিয়েছে। সেই সাথে আমাকে ৭ দিনের জন্যে বান করে দিয়েছিল। আমি জানিনা এটা কেনো কিভাবে করে কিন্তু পোস্ট স্পাম্মিং না হলেও ডিলিট করে দেওয়া সেই সাথে কিছু দিনের জন্যে বান করে রাখা মানতে পারছি না। আমি অনেক কেই দেখেছি যারা প্রায় সব পোস্ট ই স্পাম্মিং পোস্ট করে, বলতে গেলে শিট পোস্টার তাদেরকে কোন দিন বান খাইতে দেখলাম না তাদের পোস্ট ও ডিলিট হয় না। মডারেটর রা কিভাবে এইসব পোস্ট এর কোয়ালিটি ঠিক করে আমার জানা নাই তবে দুই একটা পোস্টিং এর জন্যে বান করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।
অনেক দিন পরে আবার লোকাল বোর্ড এ আসলাম। লোকাল বোর্ড আগের মতো এক্টিভ নাই। এখন থেকে লোকাল বোর্ড এ এক্টিভ থাকার চেষ্টা করবো।
কিছু মিমস বানানোর চেষ্টা, বাংলা টেমপ্লেট এর মধ্যেঃ
এই আপ এই ডাউন

আমার লাইফ টাই লস

সবার হিসাব মিলে, শুধু আমার হিসাব ই মিলে না

আশা করি মাঝে মাঝে এই রকম মিমস আপ্লোড করতে পারবো। আর আপনারা যারা মার্কেটের নিউজ ও ক্রিপ্টো ইকোসিস্টেমের আপডেট স্পমর্কে জানতে চান, তাহলে Coinalap.com তে চোখ রাখতে পারেন।
মিমস গুলো অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে এরকম কিছু বিনোদন ভালই লাগে।