Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
GoodLuckHK
on 26/01/2022, 19:09:30 UTC
বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?

Inshallah market akhon 38 k something tobe market dump nite pare,dump nile 29,30k modde thakbe tobe market abr 70 k tuch korbe ai year a, inshallah. Tobe vai 2017 ,2018 te jmn market silo temon jawar chance 3% dibo ami kenona present a market a onk company,boro boro buyers ra add ase tai amr mone hoy na market bearish a jabe. Thanks
আপনি যে লেখাগুলো লিখেছেন সে লেখাগুলো ভালো লিখেছেন ভাই বুঝলাম কিন্তু ভাই এটা বাংলা থ্রেড তাই যা লিখবেন যদি ইংরেজি শব্দ দিয়ে না লিখে যদি বাংলায় লেখেন তাহলে ভালো হবে।  এতে সবার বোঝার জন্যে ভালো হবে।  আশা রাখি আমার কথায় রাগ করবেন না ভাই। ধন্যবাদ।