Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 27/01/2022, 13:52:45 UTC
মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে চির দিনের জন্য ঘুমাই যাই😭
মার্কেটের অবস্থা এখনো এতো খারাপ হয় নাই যে চিরদিনের জন্য ঘুমিয়ে যেতে হবে। মার্কেটের অবস্থা এখনো যথেষ্ট ভাল। আশার কথা হচ্ছে বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই এতো সহজেই হতাশ হবেন না।
হতাশ লাগে তখনই যখন দেখি মার্কেট ডাম্প খাচ্ছে কিন্তু দীর্ঘদিন যাঝয়ার পর ও রিকভারি হচ্ছে না।
এখন আর হতাশ হচ্ছি না কারণ এমন টা এর আগেও ফেস করেছিলাম। সেখান থেকেও উঠে এসেছিলাম। এভাবো উঠে আসবো হয়তো একটু সময় লাগবে । দৈর্য্যের সাথে থাকি অবশ্যই ভালো কিছু পাবো। ধন্যবাদ @Cornia সাহস দেওয়ার জন্যে।

মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো, তখন বিটকয়েন লেনদেন করতাম ঠিকই, কিন্তু মার্কেট রিসার্চ করিনি বা অতোটা বুঝতাম না। এইবারের কারেকশনে আমি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি লসে আছি। কিন্তু তবুও দাতে দাত কামড় দিয়ে বসে আছি। কারণ একটাই, পেছনের ইতিহাস। আমার কয়েন কিন্তু আমার ওয়ালেটেই আছে। ব্যালেন্স কিন্তু কমে যায়নি। যেটা কমেছে সেটা হচ্ছে ডলার ভ্যালু। যা সময়ের ব্যাবধানে আবার বেড়ে যাবে। শুধুমাত্র এই একটা আশায়ই বসে আছি। ক্রিপ্টো মার্কেট এ ৩০-৪০% ডাউন এখন আর বয় পাই না। কিন্তু আপনার যদি অলস টাকা না থাকে, তবে লস করার ভয় আছে। কখন টাকার দরকার হয় বলা যায় না। কিন্তু আপনার ক্রিপ্টোতে হাত দেয়া যাবে না। যদি দিতে হয় তাহলে লস আশা করতে পারেন। এই ধরেন এখন আমি ১ লক্ষ টাকা লসে আছি, এখন আমি ওয়ালেটে হাত দিলেই লস। নয়তো কিন্তু আমি লসে নাই। উঠে আসবে আজ হোক বা কাল।