মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো, তখন বিটকয়েন লেনদেন করতাম ঠিকই, কিন্তু মার্কেট রিসার্চ করিনি বা অতোটা বুঝতাম না। এইবারের কারেকশনে আমি প্রায় ১ লাখ টাকার কাছাকাছি লসে আছি। কিন্তু তবুও দাতে দাত কামড় দিয়ে বসে আছি। কারণ একটাই, পেছনের ইতিহাস। আমার কয়েন কিন্তু আমার ওয়ালেটেই আছে। ব্যালেন্স কিন্তু কমে যায়নি। যেটা কমেছে সেটা হচ্ছে ডলার ভ্যালু। যা সময়ের ব্যাবধানে আবার বেড়ে যাবে। শুধুমাত্র এই একটা আশায়ই বসে আছি। ক্রিপ্টো মার্কেট এ ৩০-৪০% ডাউন এখন আর বয় পাই না। কিন্তু আপনার যদি অলস টাকা না থাকে, তবে লস করার ভয় আছে। কখন টাকার দরকার হয় বলা যায় না। কিন্তু আপনার ক্রিপ্টোতে হাত দেয়া যাবে না। যদি দিতে হয় তাহলে লস আশা করতে পারেন। এই ধরেন এখন আমি ১ লক্ষ টাকা লসে আছি, এখন আমি ওয়ালেটে হাত দিলেই লস। নয়তো কিন্তু আমি লসে নাই। উঠে আসবে আজ হোক বা কাল।
@naim027 ভাইয়া আপনি যে ২০১৭ সালের মার্কেটের অবস্থা অনুযায়ী ২০২২ সালের মার্কেটের অবস্থার উপর যতটুকু নজর রেখেছেন এবং যত টুকু এনালাইসিস করেছেন এবং আপনি ওভার অল মার্কেটের অবস্থা অনুযায়ী যে কথা বলেছেন সেটা ঠিক-ই বলেছেন যে মার্কেট আসলেও এতোটা খারাপ হয়নি। ২০১৭ সালে যখন এমন হয়েছিলো। 2017 সালের মার্কেটের অবস্থা থেকে 2022 সালের এই সময় ও মার্কেটের অবস্থা ভালোই রয়েছে। @naim027 ভাইয়া আমিও মার্কেট রিসার্চ করার পর দেখলাম যে প্রথম তো আমার ধারণা ভুল ছিলো। তারপর যখন কম্পিয়ার করলাম ২০১৭ এর দিকে তাকালাম দেখলাম সেখান কার থেকে আমরা এখনো ভালো অবস্থানে আছি। আর বছরের প্রথমে মার্কেট এর অবস্থা একটু ডামপ করেই। সাম্প্রতিক কারনে সয়তো মার্কেট পিছিয়ে আছে বছরের শুরুতে কিন্তু সামনে মার্কেট ভালো হবে খুব তাড়াতাড়ি।
@naim027 ভাইয়া আপনি যে কতটা লসে আছেন আমি সেটা জানি। আপনি এর আগেও বলেছিলেন তখন জেনেছি। তখন ভাবলাম ভাইয়া অনেক লসে আছেন। আপনি যে ভাবে দাত কামড়ে বসে আছেন কবে আপনার লসগুলো রিকভারি হবে । আপনি একজন মানুষ যিনি অনেক ধৈর্য্যবান মানুষ। আপনাদের মতো মানুষের জন্য মার্কেট আজো বেঁচে আছে।
আপনার মনোবল শক্ত বলে টিকে আছেন আপনি। আপনার লস গুলো রিকভারি হোক । একটু সময় এখন ধৈর্যৈর পায়োজন।
আপনি লাভোবান হবে ভাইয়া ইনশাআল্লাহ্