বিটকয়েনসহ সকল কয়েনের ডাম্পিং এখনো চলছেই। এটা যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন যতটুকু ডাউন হচ্ছে ততটুকু আর রিকভার হচ্ছে না। ২০১৭ এর বুল রানের পর মার্কেট যেভাবে বেয়ারিস হয়েছিল তবে কি এখন আবার তাই হতে চললো? নাকি মার্কেটের কারেকশন হয়ে আবার পাম্পিং হবে?
বিটকয়েন লাইভলাইনেস হল একটি ম্যাক্রো মেট্রিক যা মুদ্রার সুপ্ততা বনাম কয়েন-ডে ধ্বংসকে ট্র্যাক করে।
বর্তমান বাজারে খরচের চেয়ে ধরে রাখাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এটি সজীবতার একটি নিম্নমুখী প্রবণতার দিকে নিয়ে যায়,যা সাধারণত ভালুকের বাজার জমার পর্যায়গুলির প্রসঙ্গে দেখা যায়।