Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 07/02/2022, 18:10:13 UTC
এইরকম প্রজেক্টে আপনার জ্ঞান অবশ্যই আমার থেকে বেশি। আমি জানি। তবে এই সিগনালটা ভালো না। মানে মার্কেটের অবস্থার জন্য লিস্টিং করছে না মানে এইটা আমার জন্য একটা খারাপ সিগনাল। আমি অনেক আগে একটা প্রজেক্টে ছোট খাটো বিনিয়োগ করেছিলাম। NHCT। তারাও একই কথা বলেছিল। মার্কেট ভালো হলে লিস্টিং হবে। আজ তারা নেই। না লিস্টিং হয়েছিল, না তারা বেচে আছে। জানি না কখনো ফিরবে কি না। আপনি অবশ্যই এইগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, জানেন ও বেশি। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।

আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।  Cheesy তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম। Wink