আপনি যেটি বলেছেন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে একটি পার্থক্য আছে, আপনার বিনিয়োগ করা প্রজেক্টটি ছিল সাধারণ ICO এর এবং ওই প্রজেক্টটি নিয়ে আমারও তখন আশা ছিল। কারণ ওটার তখন বাউন্ট সম্ভবত করেছিলাম, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আমার বিনিয়োগ করা প্রজেক্টগুলোর পার্টনারশিপ ভালো মানের এবং তারা মূলত তাদের পার্টনার এবং পরামর্শদাতাদের কথায় লিস্টিং পিছিয়েছে। তো এতে তেমন কোনো ধরনের বিপদের আশঙ্কা করতেছি নাহ। এছাড়াও প্রজেক্ট নিয়মিতই বিভিন্ন আপডেট/হালনাগাদ ও পার্টনারশিপের ঘোষণা করতেছে। তবে সবকিছুতেই বিপদ থাকবেই এবং সেগুলোকে মানিয়ে নিতে পারবো বিধায় বিনিয়োগ করেছি।

তাই সাধারণ কোনো প্রজেক্ট এমন কোনো কিছু করলে আমিও সেটিকে স্ক্যামের পথে চলতেছে, এটি ভেবেই নিতাম।
জ্বি ভাই। ওইজন্যেই বললাম আপনি ভালোই জানেন আপনি কি করছেন। না জেনে অবশ্যই কিছু করছেন না। আমি সম্প্রতি কোন টোকেনসেল/আইসিও প্রজেক্টে আর বিনিয়োগ করছি না যদিও কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করেছিলাম কয়েকবার। যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।