Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 08/02/2022, 14:40:09 UTC
⭐ Merited by Little Mouse (1) ,DTalk (1)
যাদের মোটামুটি ভালো বিনিয়োগ আছে তারা কুকয়েন লাঞ্চপ্যাডে অংশগ্রহণ করতে পারেন। আমার মনে হয় সেখানে অংশগ্রহণ একটানা করে যেতে থাকলে মোটামুটি ভালো লাভ পাওয়া যায়।

ধন্যবাদ ভাই। তবে আপাতত কোনো প্যাডেই যাওয়ার ইচ্ছা নাই। সব ইচ্ছা মরে গেছে। কিন্তু একমাত্র অগাদ কিছু বিশ্বাস নিয়ে দাত কামড়ে বসে আছি। আমার পোর্টফোলিওর প্রায় সব কয়েন এভাবে মুখ থুবড়ে পড়ে আছে। 

একমাত্র বিটকয়েন একটু ধরে বসে আছে। যেদিন বিটকয়েন ৫% ডাউন দেয়, বাকি গুলো বিটকয়েনের পিছনে এমন জোড়ে দৌড় দেয়, বিটকয়েন থেমে গেলেও ওরা আর থামতে পারে না। যে কারনে বিটকয়েন ৫% ডাউন হলেও অন্যগুলা একই সময়ে ১০-১৫% ডাউন মেরে বসে থাকে। আপাতত চাই কনফিউজ্ড উংগা বুংগা হয়ে বসে আছি। আশা করি ছবিটা দেখে কিছুটা বুঝে যাবেন। আমার মনে হয় এই পেইন টা সব হোল্ডারদের হয়,