Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bangladesh)
by
wtsimis
on 21/03/2022, 07:11:36 UTC
⭐ Merited by DTalk (1)
আমাদের বোর্ডে যারা এক্টিভ আছেন তাদের উদ্দেশ্য করে বলা, দয়া করে সবাই তাদের মতামত জানাবেন-
আমি আজকে একটা পার্সোনাল মেসেজ পেয়েছি। একজন ব্যবহারকারী আমাকে বলতেছে মেটা তে বাংলাদেশী বোর্ডের জন্য আবেদন করতে। আবেদন করা তো কোন ব্যাপার না। কিন্তু সেখানে সবার এক্টিভ সাপোর্ট লাগবে।
সাপোর্ট বলতে সেখানে আপনাদের সবাইকে কমেন্ট করে জানাতে হবে আপনারা লোকাল বোর্ড চান কিনা। পর্যাপ্ত সাপোর্ট দেখলে থিমস বা ফোরাম এডমিন অবশ্যই সেটা বিবেচনা করবে।

আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত দিবেন।
BitcoinDream ভাই অলরেডি একটা টপিক মেটাতে ক্রিয়েট করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, সেটা অনেক পুরনো হয়ে গিয়েছে এবং আমি মনে করি নতুন একটা থ্রেড আরো বিস্তারিত তথ্য এবং উপাত্তসহ পোস্ট করাটাই ভালো হবে। এইটা নিয়েও আপনাদের মতামত জানাবেন।
আসলে বাংলাদেশ লোকাল বোর্ড মোটামুটি এক্টিভিটি দেখা যায় অন্যান্য লোকাল বোর্ডের তুলনায়। সব সময় আমাদের লোকাল বোর্ড সবার লোকাল বোর্ড তালিকার উপরে দেখা যায়। আর মেইন বোর্ডে যদি বাংলাদেশ আনা যায় হয়তো আরোও এক্টিভ মেম্বার এর সংখ্যা বাড়বে।
আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।