আসলে বাংলাদেশ লোকাল বোর্ড মোটামুটি এক্টিভিটি দেখা যায় অন্যান্য লোকাল বোর্ডের তুলনায়। সব সময় আমাদের লোকাল বোর্ড সবার লোকাল বোর্ড তালিকার উপরে দেখা যায়। আর মেইন বোর্ডে যদি বাংলাদেশ আনা যায় হয়তো আরোও এক্টিভ মেম্বার এর সংখ্যা বাড়বে।
আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।
আপনার সাথে সহমত আছি ভাই। আশাকরি বড় ভাইয়েরা এরজন্য কাজ করে যাবেন আমার মনে হয় তারা করতেছেউ