Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Istiaque
on 23/03/2022, 19:02:22 UTC
আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।
এখানে লজ্জার কিছু নাই। ভদ্রলোক সম্ভবত অনেকগুলো একাউন্ট চালান। তাই তার অন্য কোন অ্যাকাউন্ট হয়তো এসার মেম্বার ছিল। কিন্তু, তিনি সেটাই লগইন না করে এটাই লগইন করেছেন। এইজন্য তিনি হয়তো ভেবেছেন যে, তার ম্যারিড গুলো উধাও হয়ে গেছে। এবং তিনি এসার মেম্বার থেকে নিউ হয়ে গেছেন। আসলে এটা তার বা আপনার বা আমাদের কারো ভুল না, এটা হয়তো বা অনেক একাউন্ট করার দরুন এই সামইক দ্বিধাদ্বন্দের সৃষ্টি হয়েছে এর বই কিছু নয়।

ধন্যবাদ আপনার সাথে আমিও একমত কেউ যদি অনেক গুলা এ্যাকাউন্ট চালাই তাহলে এমন টা হতে পারে ।

আমার খুব লজ্জা হচ্ছে যে আমি মোটামুটি কিছুদিন ধরে ফোরামে কাজ করছি কিন্তু এখনো জানতে পারলাম না যে মেরিট দিয়ে কেউ মেরিট ফিরিয়ে নিয়ে যায়।

লজ্জার কোনো কারন নেই বিটকয়েনটল্ক ফোরামে কেউ মেরিট দিয়ে সেই মেরিট আবার ফেরত নেয়ার কোনো ধরনের অপশন নেই, আপনার এ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় তারপরেও মেরিট থেকে যায়।