Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 23/03/2022, 19:28:21 UTC
বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন  gate.io  একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন  ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।







আশা করছি কেউ ক্ষতিগ্রস্হ হবেন না।



ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের সামনে পেশ করার জন্য।
এখানে আমার একটা প্রশ্ন আছে 30 তারিখের পরে ভিপিএন ব্যবহার  করে  GATE IO ব্যবহার করা যাবে না?
ভিপিএন ব্যবহার  করলে কি কোনো অসুবিধা নেই পড়ার সম্ভাবনা আছে?