বাংলাদেশী যারা আছেন তারা হয়তো একটা নিউজ দেখেছেন gate.io একচেন্জ কিছু দেশের জন্য রেস্ট্রিকটেড করেছে তারমধ্যে বাংলাদেশ ও আছে।আমি এই একচেন্জ ব্যবহার করতাম নিউজ দেখারপর আমার এসেট আমি তুলে নিয়েছি,এখনো যারা করেননি তারা ৩০ এপ্রিলের পূর্বে করে নেন না হলে বিপদে পড়বেন ১০০%। আমি তাদের অফিসিয়াল টেলিগ্রামে যোগাযোগ করেছি তারা আমাকে তথ্যগুলো দিয়েছে।
এই বিষয়টি নিয়ে অনেক আগেই আমি
BitByteCrypto কমিউনিটিতে পোষ্ট করেছিলাম, কিন্তু একটি বিষয় এখনো ধোয়াশা থেকেই গেল। আপনাদের সরবরাহ করা স্ক্রিনশট অনুযায়ী, কেউ তাদের এক্সচেঞ্জ ব্যবহার করতে পারবে নাহ। অন্যদিকে আমি যতটুকু তাদের ডকুমেন্টটি পড়েছি। উল্লিখিত দেশগুলোর জন্য Gate io এক্সচেঞ্জটি তাদের সকল সার্ভিস প্রদান করবে নাহ, যেমন: লেন্ডিং, ফান্ডরাইজিং/আইইও ইত্যাদি। তবে তাদের এক্সচেঞ্জের স্পট ট্রেডিংটি ব্যবহার করা যাবে এবং ক্রিপ্টো জমা/উত্তোলন করা যাবে।
গুরুত্বপূর্ণ লিংক এক নজরে:BitByte Crypto তে প্রথম পোষ্ট: https://t.me/bitbytecrypto_ann/573BitByte Crypto তে পরবর্তী আপডেট: https://t.me/bitbytecrypto_ann/574Gate io এর অফিসিয়াল এডমিনের রিপ্লাই: https://t.me/gateio/1126565