আমি ইতিপূর্বে সকলের জন্য Meme প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো সেটিতে তেমন কেউ অংশগ্রহণ করে নাই। এছাড়াও অনেক সময় বিষয় বিষয় এখানে পোষ্ট করার মাধ্যমে নিজেদের মধ্যে মতামত বিনিময় শুরু করার চেষ্টা করেছি। কিন্তু সবাই পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত যতটুকু দেখলাম। তাই এসব শুধুমাত্র আমাদের আলোচনাই থেকে যাবে, কাজের কাজ করতে চাইলে আমাদেরকে নিজে থেকেই সব কিছু করতে হবে। কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ। উদাহরণ হিসেবে আমাকেই নেন, আমি গত একমাস ব্যক্তিগত কারণে এক্টিভ ছিলাম নাহ। তাই আমরা যারাই এখানে আছি, তারা নিজেদের মধ্যে যেকোনো বিষয় মতামত বিনিময় শুরু করি এবং লোকাল থ্রেড এমনিতেই তথ্যবহুল হবে এবং এক্টিভিটিও বাড়বে। এটি আমার অভিজ্ঞতা থেকে মতামত পোষণ করলাম, বাকি আপনাদের মর্জি।

আমি আপনার কথাগুলোর সাথে একমত আছি যেহেতু প্রতিযোগিতার ব্যবস্থা করলে প্রতিযোগিতায় অংশগ্রহণ পরিমাণ খুবই কম হয় আর আমাদের মধ্যে আলোচনা করলেও তো অনেক তথ্য আমরা নিজেরা নিজেরাই পেয়ে যায় আমি নিজেও লোকাল পর থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছি