আর এই বোর্ডের মোডারেটর বা পুরাতন মেম্বাররা কোনো প্রতোযোগিতা বা কনটেস্ট বা রিসোর্স শেয়ার আরও করলে ভালো হতো, এতে এই বোর্ডটি একটা পুর্নতা পেতো আর কি।
কি ধরনের কনটেস্ট চাচ্ছেন? আইডিয়া শেয়ার করতে পারেন। আর রিসোর্স এর ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অনেকেই চেষ্টা করে তথ্যবহুল পোস্ট করার জন্য কিন্তু আলোচনা ওই কেন্দ্রীক না হলে অনেকেই উৎসাহ হারিয়ে ফেলে।
বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।
আমি ইতিপূর্বে সকলের জন্য Meme প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হইলো সেটিতে তেমন কেউ অংশগ্রহণ করে নাই। এছাড়াও অনেক সময় বিষয় বিষয় এখানে পোষ্ট করার মাধ্যমে নিজেদের মধ্যে মতামত বিনিময় শুরু করার চেষ্টা করেছি। কিন্তু সবাই পূর্ববর্তী পোষ্টের রিপ্লাই দেওয়া নিয়ে ব্যস্ত যতটুকু দেখলাম। তাই এসব শুধুমাত্র আমাদের আলোচনাই থেকে যাবে, কাজের কাজ করতে চাইলে আমাদেরকে নিজে থেকেই সব কিছু করতে হবে। কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ। উদাহরণ হিসেবে আমাকেই নেন, আমি গত একমাস ব্যক্তিগত কারণে এক্টিভ ছিলাম নাহ। তাই আমরা যারাই এখানে আছি, তারা নিজেদের মধ্যে যেকোনো বিষয় মতামত বিনিময় শুরু করি এবং লোকাল থ্রেড এমনিতেই তথ্যবহুল হবে এবং এক্টিভিটিও বাড়বে। এটি আমার অভিজ্ঞতা থেকে মতামত পোষণ করলাম, বাকি আপনাদের মর্জি।
