ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড

, বাই দা রাস্তা এটা মজার ছলে বললাম ।
