Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 24/03/2022, 12:04:51 UTC
বিভিন্ন ধরণের কনটেস্ট হতে পারে, যেমনঃ মাসিক সবচেয়ে ভালো রিসোর্স শেয়ার করা ব্যক্তি (এখানে রিসোর্স বলতে; আইডিয়া, টিপস, টিউটেরিয়াল, ক্রিপ্টো প্রজেক্ট গুলোর ফান্ডামেন্টাল এনালাইসিস, ইত্যাদি)। এতে করে অনেকের মধ্যে ভালো কাজ শেয়ার করার প্রবণতা আরও বাড়বে।

তবে যে যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। যে যা পারি তাই এখানে উল্লেখ করতে হবে। তাহলে এমনিতেই একটিভ হয়ে যাবে। আর আমাদের একটিভ দেখে অবশ্যই লোকাল বোর্ড করার পারমিশন দেবে। অ্যাক্টিভিটি না বারলে আসলে আমরা কিছু করতে পারবোনা। যেমন ধরেন কোন রাফেল বা যেকোনো ধরনের কনটেস্ট এর আয়োজন করা হলে দেখা যাবে পার্টিসিপেন্ট নাই সে ক্ষেত্রে তো তেমন কোনো লাভ হবে না।

কারণ এখন হয়তো ১০ জন বলবে, আমি এই লোকাল থ্রেডে এক্টিভ থাকব। কিন্তু ১ মাস পর সেই ব্যক্তি হয়তো ব্যক্তিগত জীবনের কাজের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে আর এক্টিভ থাকতে পারবে নাহ।
ভাই আমরা যদি 10/15 জন লোক একটিভ থাকি যারা নিয়মিত একটিভ থাকবে। তাহলে আমাদের যদি জরুরি কাজ বা যেকোনো প্রয়োজনে ইনএকটিভ থাকতে হয়, সেক্ষেত্রেও টপিক কিন্তু ঠিকই একটিভ থাকবে। আমাদের মূল টার্গেট তো অ্যাক্টিভিটি।