Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 24/03/2022, 15:57:24 UTC
এতকিছু দেখার পরে মনে হইতেছে যে একটা সিগনেচার বাউন্ডারি অনলি ফর লোকাল বোর্ড  Kiss,   বাই দা রাস্তা  এটা মজার ছলে বললাম । Tongue
আপনি বাংলাদেশ টপিকঃ অ্যাক্টিভ রয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তা না হলে তা আমাদের এই টপিকের জন্য যেমন খারাপ বা বিরূপ প্রভাব ফেলবে, তেমনি ভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যেমন আপনি পরপর দুটি পোস্ট করতে পারবেন না। যদি আপনার কোনো তথ্য দেয়ার থাকে তাহলে পূর্ববর্তী পোষ্ট এডিট করে দিতে হবে। যদি আপনি কোন টপিক ওপেন করে থাকেন সে ক্ষেত্রে রিজার্ভ হিসেবে দু-একটা পোস্ট করতে পারবেন। অন্যথায় পরপর আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট ডিলিট হতে পারে। তেমনি ভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।