Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Crypto Library
on 25/03/2022, 17:14:15 UTC

সাধারনত অন্যসব ইনভেস্টমেন্ট থেকে এই অপশনের APY রেট অনেক বেশ হয়ে থাকে, কিন্ত সত্যি বলতে এটি খুবই হাই রিস্ক একটি ইনভেস্টমেন্ট প্ল্যান।

রিক্স বলতে কোনটাকে বুঝিয়েছেন  মানে আমি বলতে চাচ্ছি যে, আমি এমন কয়েনের উপর ইনভেস্ট করলাম সেটায়  মূল্য কমে গেল  ,এটাই কি শুধু একমাত্র রিক্স ?  নাকি আরো কোন রিক্স রয়েছে ?

যদি এটাই শুধু একমাত্র রিক্স হয়ে থাকে তাহলে ধরেন আমি এমন কোন ইনভেস্ট করলাম যেটায় পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বা বাড়বে , তাহলেতো এই দিক কাটিয়ে ওঠা গেল--