Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 29/03/2022, 12:03:09 UTC
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।

আমিও সেটা অনুমান করেছিলাম।হাহা বিষয়টা মজার।ধন্যবাদ সেবা প্রদান করার জন্য।


আপনার পোষ্ট পরে আমি বলদ হয়ে গেছি। আপনি কি অনুমান করেছেন আপনিই ভালো জানেন। কোন বিষয়টা আপনার কাছে মজার মনে হয়েছে? আর কে আপনাকে কি সেবা প্রদান করেছে? আপনার পোষ্ট পড়ে হাসবো নাকি কাদবো সেটাই বুঝতে পারতেছি না  Cry। উনি বলেছেন, পর পর ১ টির বেশি পোষ্ট করবেন না। এটা ফোরামের নিয়মের বাইরে। আপনার পোষ্ট একজন মডারেটর অলরেডি মার্জ করে দিয়েছে। এই কাজটি ভাই আপনাকে না করার জন্য বলেছে। তবুও আপনি সেটাই করছেন  Huh, আবার বিষয়টা আপনার কাছে মজাও লেগেছে  Grin Grin