সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
এখানে লিজেন্ডারির কোন বেল নাই। যে কেউ ভুল উত্তর দিলে তার আইকিউ কমে যাবে। আবার কেউ সঠিক উত্তর দিলে তার আইকিউ বেড়ে যাবে। এবং আমি এই পর্যন্ত যা বুঝলাম আইকিউ কমে বাড়ে; আবার কম বেশি হারে। যদি দেরিতে পোস্ট করা যায়, তাহলে আইকিউ বেশি বাড়ে। যদি তাড়াতাড়ি পোস্ট করা হয়, তাহলে আইকিউ কম বাড়ে। আইকিউ সিস্টেম টা থাকলে পোস্ট করতে আমাদের খুব সমস্যা হবে তবে অনেক স্প্যাম পোস্ট কমে যাবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যারা লেজিট ইউজার তাদের সমস্যা বেশি হবে। কেননা, স্প্যামাররা আবোল তাবল যে কোন একটা মার্ক করেই পোস্ট করবে। কিন্তু যারা লেজিট ইউজার তারা তারা তো আবোল তাবোল মার্ক করতে পারবে না। যদিও এগুলো বলার কোন মানেই হয়না, কেননা এ পদ্ধতি থাকবে না এটা জাস্ট এপ্রিল ফুল এর জন্য।