Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
naim027
on 01/04/2022, 13:13:15 UTC
থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।

আমিও ব্যাপারটা কে সকাল থেকে এপ্রিল ফুল মনে করলেও এখন বিষয়টা কিছুটা সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। নিচের কোট টি খেয়াল করুন।

Anybody else been appointed as an IQ Source?


So, This is not April Fools anymore. Huh

DdmrDdmr কে আই কিউ সোর্স হিসেবে এপয়েন্টেড করা হয়েছে। ব্যাপারটা আমার কাছে এখন সিরিয়াস মনে হচ্ছে। যদিও এটা সময়ই বলে দেবে। দেখা যাক কি হয়।