থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।
আমিও ব্যাপারটা কে সকাল থেকে এপ্রিল ফুল মনে করলেও এখন বিষয়টা কিছুটা সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। নিচের কোট টি খেয়াল করুন।
Anybody else been appointed as an IQ Source?
So, This is not April Fools anymore.

DdmrDdmr কে আই কিউ সোর্স হিসেবে এপয়েন্টেড করা হয়েছে। ব্যাপারটা আমার কাছে এখন সিরিয়াস মনে হচ্ছে। যদিও এটা সময়ই বলে দেবে। দেখা যাক কি হয়।