গত বছরের নভেম্বরের দিকে বাংলাদেশী একটা প্রজেক্ট ফুজি ইনু কয়েন দিয়ে অনেক বড় স্ক্যাম হয় আমি যতদুর শুনেছি। নতুন বিনিয়োগকারীদের ব্রেইন ওয়াশ করে কিছু অসাধু লোক এবং তাদের কয়েন সেল করে৷ বিনিয়োগকারীদের মুখের উপর তারা রাগ পুল করে। এই প্রজেক্ট সম্পর্কে কারো কোন ধারনা আছে? কেউ কি বলতে পারেন কিছু? এই প্রজেক্টের পিছনে কার হাত আছে, তার ব্যক্তিগত পরিচয় ইত্যাদি? জানলে একটু জানাবেন।
ভাই যারা স্ক্যাম প্রজেক্ট চালু করে, তারা নিজেদের পরিচয় বা যেকোনো ধরনের যোগাযোগের ইনফর্মেশন গোপন রাখে। আর এ সমস্ত যোগাযোগের ইনফর্মেশন তারা প্রকাশ করে; হয় সেগুলোতে ট্রেস করা যায় না অথবা ওইগুলো অন্য কোন ব্যক্তির তথ্য। এছাড়া যারা তাদের সম্বন্ধে জানে, তারা নিজেরাও ওই স্ক্যাম প্রজেক্ট এর সাথে জড়িত। কাজেই তারাও কোন তথ্য প্রকাশ করবে না। কারণ যারা পূর্ব পরিকল্পিতভাবে স্ক্যাম করে তারা আগেভাগেই প্রস্তুতি নিয়েই করে।কাজেই তাদেরকে ধরার কোন উপায় থাকে না। কয়েকদিন আগে শুনলাম হাইপ টাইপ এর প্রজেক্ট অনেকের অনেক টাকা মেরে গেল। এখন তারা না পারতেছে আইনের আশ্রয় নিতে, না পারতাছে সহ্য করতে। এটাই বাংলাদেশ জন্ম গ্রহণ করার ফল।