আমার মনে হয় নতুন কোন নিয়মকানুন চালু করতে হবে এগুলো রোধ করার জন্য ।
কি নিয়ম চালু করবেন ভাই ?আমরা তো সাধারন বিকাশের স্ক্যাম ঠেকাতে পারিনা। সেখানে ক্রিপ্টো এর স্ক্যাম কিভাবে নিয়ন্ত্রিত হবে? অ্যান্ড্রয়েড কোন ফোনের বিকাশ অ্যাপস এ লগ ইন করতে হলে সিম ঢুকানো লাগে। তাছাড়া হয়না। কিন্তু আইফোনে সিম ঢুকানো ছাড়া অ্যাপস এ লগইন করা যায়। বিকাশ শুধুমাত্র এই সমস্যাটি সমাধান করতে পারছে না। আর এর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে বহু মানুষ। কত মানুষ হয়রানির শিকার হচ্ছে? এই বিকাশ প্রতারণার জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের মধ্যে তেমন কেউই প্রতিকার পাচ্ছে না। উল্টা অনেক গ্রামের মানুষ যারা বিকাশ সম্বন্ধে কিছু জানো না; তারাও আইন-শৃঙ্খলা বাহিনীর জেরার সম্মুখিন হচ্ছে।