Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
musafar37
on 09/04/2022, 11:22:20 UTC
এত শত স্ক্যাম দেখে এখন কাজ করা বা নতুন কোন প্রজেক্টে ইনভেস্ট করার আশাই হারিয়ে ফেলতেছি ।  নতুন নতুন যত প্রজেক্ট আসে দেখে মনে হয় যে স্ক্যাম তাছাড়া কোনটাকে ভালো বলবেন Hhampuz ,BountyDetective ,Irfanpak  এদের ক্যাম্পেইন থেকে আসা প্রজেক্ট গুলোও  মাঝে মাঝে স্ক্যাম হয় ।  আর এদের গুলো স্ক্যাম হলে বড় ধরনের স্ক্যাম করে ।  কিছুদিন আগে  ইরফান পাকের  করা একটা ক্যাম্পেইন FOOBEE  বড় ধরনের স্ক্যাম করল.  এতে আমার ভালো বিনিয়োগ ছিল ।   আমি আসলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি   স্ক্যামের ভিড়ে   ভালো প্রজেক্ট গুলো হারিয়ে যায় । আমার মনে হয় নতুন কোন নিয়মকানুন চালু করতে হবে এগুলো রোধ করার জন্য ।

যারা ক্যাম্পেইন করে তারা পেমেন্টের বিনিময়ে করে,তারা সাপ্তাহিক  পেমেন্টের বিনিময়ে কাজ করে,তারা কোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য বলে এমন কিছু এখন পর্যন্ত  দেখিনি,আপনার নিজস্ব মতামতের ভিত্তিতে ইনভেস্টমেন্ট করে লস খেলে ওনাদের কিছুই করার নেই।আপনি নির্দিষ্ট কিছু মানুষের প্রজেক্টই ভালো হবে এমন চিন্তা মাথা থেকে ফেলুন,না হলে আরো বড় বড় লস খাবেন।