Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
shasan
on 09/04/2022, 16:53:02 UTC
যারা ক্যাম্পেইন করে তারা পেমেন্টের বিনিময়ে করে,তারা সাপ্তাহিক  পেমেন্টের বিনিময়ে কাজ করে,তারা কোন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য বলে এমন কিছু এখন পর্যন্ত  দেখিনি,আপনার নিজস্ব মতামতের ভিত্তিতে ইনভেস্টমেন্ট করে লস খেলে ওনাদের কিছুই করার নেই।আপনি নির্দিষ্ট কিছু মানুষের প্রজেক্টই ভালো হবে এমন চিন্তা মাথা থেকে ফেলুন,না হলে আরো বড় বড় লস খাবেন।
এটা সত্য যে ক্যাম্পেইন ম্যানেজাররা টাকার বিনিময় প্রজেক্ট ম্যানেজ করে; সেটা সিগনেচার ক্যাম্পেইনে হোক আর বাউন্টি ক্যাম্পেইনে হোক। তবে যারা ভালো মানের ক্যাম্পেইন ম্যানেজার বা বাউন্টি ম্যানেজার; তারা কোন প্রজেক্ট হাতে নেওয়ার আগে ভালোমতো রিচার্জ করে নেয়। তাই তাদের প্রজেক্ট এ বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিমুক্ত। তার মানে এই নয় যে, আমরা কোন কিছু বিচার বিবেচনা না করে বিনিয়োগ করবো। মসজিদে যেমন চোর ঢুকতে পারে; তেমনি ক্যাম্পেইন ম্যানেজারের ও কোন ভুল হতে পারে। তাছাড়া 10 জন মানুষ যেমন এক নয়; তেমনি দশটা প্রজেক্ট এক রকম হতে পারে না। কোন একটা প্রজেক্টে কোন সমস্যা হতেই পারে। কাজেই আমাদের উচিত ভালোমতো এনালাইসিস করে বিনিয়োগ করা।