আমরা কমবেশি সবাই ট্রেড করতে ভালোবাসি। তাই কমবেশি সবাই ট্রেড করি। ট্রেড দুই ধরনের হয় যেমন স্পোর্ট ট্রেড এবং ফিউচার ট্রেড। অনেকে ট্রেড এর বিষয়ে ভালো ভাবে না জেনে ফিউচার ট্রেড করতে চায়। তাই সবাইরে অনুরোধ করছি কেউ ফিউচার ট্রেড এর সম্পর্কে ভালোভাবে না জেনে ফিউচার ট্রেড করবেন না। কারন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না 😥। আমি ফিউচার ট্রেড এর বিষয় ভালোভাবে না জেনে করতে গিয়ে 1 ঘন্টাই আমার 700 ডলার লস হয়েছে। তাই আমি চাইনা আমার মত এত কেউ লস খায়। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ ভাই কারন আমি ক্রিপ্টোকারেন্সিতে নতুন তাই ভাবছিলাম আমি আগে ট্রেড করব। এবং অনেকের কাছে শুনেছি ফিউচার ট্রেড এ লাভ বেশি তাই ভাবছিলাম ফিউচার ট্রেড করব কিন্তু এখন আপনার পোস্ট পড়ে এটি ভালোভাবে বুঝতে পারলাম।